ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে বাম গনতান্ত্রিক জোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাদের কর্তৃক প্রথম আলোর জেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, নির্যাতন করে

সাজানো মামলা দিয়ে কারাগারে প্রেরনের প্রতিবাদে জেলা বাম গনতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ মে বৃহষ্পতিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড

মোতালেব মোল্লা, সাধারন সম্পাদক সমির কর্মকার, সহকারী সম্পাদক সুভাষ নাগ, কেন্দ্রীয় প্রগতি লেখক সংঘের সদস্য সুবাস চন্দ, জেলা বাসদের সমন্বয়ক

এড. জহিরুল আলম সবুজ, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক মোঃ সোহেল। বাম গনতান্ত্রিক জোটের আয়োজনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আয়োজিত

মানববন্ধন কর্মসূচীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ। সমাবেশে বক্তারা অবিলম্বে জেষ্ঠ

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে তাকে নির্যাতনকারীদের শাস্তি এবং ডিজিটাল আইন সংশোধনের দাবী জানান।

ads

Our Facebook Page